আমার ভাষা বাংলা ভাষা
জয়শ্রী কর
আমার প্রিয় বাংলা ভাষা গীতাঞ্জলির গান
ভাটিয়ালি গানের সুরে জুড়ায় দগ্ধ প্রাণ।
মাতৃভাষা জোগায় আশা বাজায় খুশির বীন
স্নেহময়ী মা'র আঁচলে কাটছে সুখে দিন ।
বাংলা ভাষা মাধুর্যময় খুশির সমুদ্দুর
মা-ই প্রথম শেখায় কথা মাধুর্যে ভরপুর।
বর্ণ পরিচয়ের পাতায় শিশুরা ঝলমল
ভাষার জন্য শহিদ হলো বাংলা-বীরের দল ।
প্রেরণা দেন রবীন্দ্রনাথ, মরমি নজরুল
ওই দুজনার পরশ পেয়ে অকূলে পাই কূল।
নানা দেশের নানান ভাষা ভিন্ন উচ্চারণ
বাংলা আমার মাতৃভাষা মহার্ঘ্য এই ধন।