আলোর বেণু
আলোর বেণু উঠল বেজে
নয়ন মেলে পদ্মফুল
শরৎ-ভোরে সবুজ ঘাসে
দুলছে যেন হীরের দুল।
নদীর পাড়ে বাতাস পেয়ে
নাড়ছে মাথা শুভ্র কাশ
কূহার পরশ ধানের শিষে
ভেসে আসে শিউলি-বাস।
তুলির টানে কুমোরপাড়ায়
উমা মায়ের হাস্যমুখ
পুজোর সময় হৃদয় হতে
উধাও হবে সকল দুখ।
মৌমাছিদের চঞ্চলতায়
সবার মনে খুশির দোল
নীল আকাশে রূপের ছটা
ঢাক কাঁসরের মিষ্টি বোল।
@ জয়শ্রী কর