স্বচ্ছ আকাশ
মেঘবলাকারা ওই যায় ভেসে ভেসে
বৃষ্টি ঝরাতে যাবে কোন দূর দেশে?
আকাশের নীচে চলে পৃথিবীর খেলা
নিভে গেলে দিনমণি ভেঙে যাবে মেলা।
আকাশপ্রদীপ
রাতেরবেলা উচ্চাকাশে লক্ষ বাতি
বঙ্গে জ্বলে আকাশপ্রদীপ সারারাতি।
চন্দ্রমাও সাধ্যমতো ছড়ায় আলো
খোকাখুকু ছড়া শুনে এই ঘুমালো।
@জয়শ্রী কর