আকাশ ধরার ইচ্ছা
জয়শ্রী কর

বলনা মা কেমন করে
আকাশটাকে ধরবো
যেমন করে ধরি তোমায়
মনের কথা বলবো।

গোধূলিতে আকাশটাকে
দারুণ লাগে দেখতে
তোমাকেও তো বলি আমি
অমন শাড়ি পরতে ।

আকাশও কী তোমার মতো
আমায় ভালোবাসবে
ওকে যদি ডাক দিই জোরে
এই ঘরে কী আসবে?

আকাশ আমার বন্ধু হবে
পাশাপাশি থাকবে
রং-তুলিতে আঁকব ছবি
আনন্দে বেশ কাটবে।

চুমু দিয়ে সুয্যিমামা
বলে আমায় ওঠরে
আকাশজুড়ে রঙের মেলা
গাঁয়ের পথে ছোটরে।

মা হেসে কয় সব উত্তর  
বড় হলেই জানবি
বইয়ের সবই লেখা আছে
পড়তে যখন পারবি।

© জয়শ্রী কর