গোলা| কামান|
পথ খুঁজে নেয় নিশানা|
আছড়ে পড়ে
ভেঙে-গুঁড়িয়ে দিতে|
কোনো ভুল হয়না|
ধ্বংস হয়| নিজে|
নিয়ে যায়| সঙ্গে|
আর্তনাদ, হাহাকার, চিত্কাইর|
কিছু নি:শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া|
স্তব্ধ করে| তরতাজা|
শিশুরও| বাছ-বিচার নেই|
ভীষন আশ্চর্য|
নিশানা-নির্ধারক|
কিছু প্রান-ই| অন্য আরো|
চেহারা সাদৃশ্য| প্রজাতি|
বুক ধুকপুক| তাদেরও|
উঠছে পড়ছে|
কতটা লাল হলে
নদীর জল
চন্ডাশোক, ধর্মাশোকে
পরিবর্তিত হয়?