একটা খাঁচামুক্ত পাখী উড়ে যায় উপত্যকায়
আর আমি আবার একা হয়ে যাই|
উত্তুরে হাওয়ার স্রোত আমার একাকীত্বে
হিমাঙ্ক ঢেলে দিয়ে বয়ে যায় আরও উত্তরের দিগন্তে|
রক্তবরফ সম্বল নিয়ে থাকি সেই নীর্জনতার অপেক্ষায়
যেখানে অনুভব আঁচের ঈষত্ তপ্ততা থাকবে আর
গলতে শুরু করবে একাকীত্ব| কোনো বুনো ফলের
কাঁটাময় বীজ আটকে যেতে চায় আবেগ কুহকে|
কাঁটাগুলো ব্যার্থ হয় মনচাড়া জ্বালানীর সাশ্রয়ে|
জমে কাঠ হয়ে থাকে|