-"পাহাড় সিং, এই গ্রাম তোমাদের বড় সুন্দর|
খুব ভালো লাগলো বেড়াতে এসে|"
-"হ বাবু...বড় সুন্দর...আবার আসবেক বাবু|"
-"হ্যাঁ...হ্যাঁ...আসতেই হবে| তবে কি জানো| সারাদিন তোমরা এতো খাটো, পরিশ্রম করো তোমাদের এখানে এনটারটেইনমেন্ট ...মানে...মজা-ফুর্তি করার কোনো কিছুই তো নেই| এই একঘেঁয়ে জীবন ভালো লাগে তোমাদের?"
-"তা কিনো হবেক বাবু...আমাদের পরব আছে...আমরা সিখানে লাচা-গানা করি বটে...খানা-পিনা সমস্তই হয়...লতুন জামা পরে সব্বাই দিলখুশ থাকি|"
-"সেতো ন’মাসে ছ’মাসে...আমাদের শহরে কতো সিনেমা হল...বার...ডিস্কো ক-অ-তো..."
-"না বাবু আমরা উসব চাইনা...গেল বচ্ছর এক শহুরেবাবু ইখানে একটা সিনিমা হল খুলতি এলো| আমরা দিই নাই|"
-"সে কি! ...কেনো?...কেনো?"
-"কিনো আবার...একটার পিছুতে আরেকটা আসবেক...ছিলাপুলারা সব কামে ছাড়ান দিয়া উসব লিয়েই পড়বে...বিটিছিলা গুলানকে জ্বালাইবেক...কাম-কাজ কম আর আকাম বেশী হবেক...দরকার নি বাবু...আমাদের খাটি খাতি হবেক...ইসব আমাদের জন্য লয়...ইসব শহরের বাবুরাই করুক...যেটুক আছে তাতেই আমরা খুশ...আর পরকিরিতি মাঈ দিলো অনেক...খুল্যা আসমানের লীচে কু-উ-নো অ-সুখ লাই...সবুজের মাঝে সবই ভালো লাগে হুজুর...একঘিয়া লা|"