খেয়ালী খোয়াব নিদারুণ অভিমানে
বাক্যহারা ,বন্ধ দুয়ার তার
ব্যস্ত বিশাল,কাজের গুরুভার ,
কি যে ভাবে সেই শুধু জানে ।
সহায় শুধু একটা মুখই
তাও বেশি পষ্ট না ,
গুমরে মরে একলাটি মন
তবু একটুকুও কষ্ট না ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.