পাশবিক শ্বাপদের মতো
দুর্বিষহ দুরাশারা করে আসে ভিড়
নিস্তরঙ্গ মনের নদী
বহু বাধায় বইছে ধীর ।
বক্ষগহ্বর পূর্ণ করে
নিত্য নিই যে জীবনবায়ু,
আজ লাগে তা গরল যেন-
শুষে নিচ্ছে পরমায়ু ।
কলুষিত আত্ম-চেতন
স্বকীয়বোধ কিছুই নেই,
কি জানি কি হয়ে গেলো
বিপরীত লাগে সকলকেই ।


যতটা আমার আমি,তার চেয়ে বেশি সত্যি নয়,
কোনো কিছু ,কোনো সত্যি আর সত্যি নয় ।