অজস্র স্মৃতি, ম্লান মুখে সব
কোথায় হারালো চেনা কলরব ?
কোথায় গেল সাবলীল-গতি প্রানের উচ্ছলতা?

সেসব গিয়েছে সুদূরে মিলায়ে -
প্রানের রসদ অন্যে বিলায়ে;
পেছনপানে রেখে শুধু অবাক বিহ্বলতা ৷


অবাক হওয়ার এ কি হলো  !
এ তো সবে সূচনা ৷
জল এখনো পড়বে অনেক,
এখনি চোখ মুছো না ৷৷