কালকে বোধহয় বলেছিলে
চাঁদের সাথে বদলে নেবে জায়গা ,
কালকেই তো ?
তাই আজকে আমি তাকিয়ে আছি
আকাশপানে সন্ধ্যা থেকে ।
তুমি গেলে কোথায় গো ?
তুমি যেমন তারা হতে চাইতে -
এখন তোমার ইচ্ছা করে চাঁদ হতে ,
তেমনি আমারও ইচ্ছা করে
গল্প করতে তোমার সাথে ,
ধরতে তোমার হাত ।
হয়নি বলা কালকেও যা,
অনেক কিছু বলার পরেও
আজকে বলবো তাড়াতাড়ি ?
হয়তো তুমি বলবে পাগল-
হয়তো তুমি এড়িয়ে যাবে ,
হয়তো করবে আড়ি ।
সেই ভয়েতে হয়না বলা অনেক গুলো কথা
বাকি সবকিছু ঠিকঠাক ।
কত্তো আমরা ঝগড়া করি ,
তারপরেতে মিটমাট ।
সব কথা তো বুঝিয়ে তোমায় বলতে হয়না ,
তবে কেন এইটুকু শুধু বুঝতে চাওনা ?
ভাবছি যে এই ছোট্ট কথা সত্যি তুমি বোঝোনা ,
নাকি তোমার চোখটা খারাপ ,
ইশারা সব দেখতে পাওনা ?
সে যা'ই হোক ,
রাস্তা এবার ঠিক ধরেছি-
চলছে যেমন তেমনি চলুক ,
বলবো না আর পণ করেছি ।