সবার উপরে আমার মনুষ্যত্ব
- আবদুল মতিন
আমি মুসলিম, আমি মসজিদে যাই - নামাজ পড়ি;
আমি হিন্দু, আমি মন্দিরে যাই - পুজো অর্চনা করি;
আমি খৃস্টান, আমি গীর্জায় যাই - প্রার্থনা করি;
আমি বৌদ্ধ , আমি বৌদ্ধমন্দিরে যাই - ধ্যানমগ্ন হয়ে আরাধনা করি।
আমি খেটে-খাওয়া মানুষ - কুলি, মজুর;
আমি লাখপতি, আমি কোটিপতি - বিলিয়নিয়ার;
আমি কুলপতি,আমি সমাজপতি- রাস্ট্রপতি।
আমি ছাত্র, আমি শিক্ষক, আমি গবেষক;
আমি ডাক্তার, আমি উকিল, আমি বড় ডাকসাইটে পেশাজীবি।
আমি পুরুষ, আমি নারী - আমি কারো স্বামী, কারো স্ত্রী;
আমি কারো বাবা, আমি কারো মা - কারো বোন, কারো ভাই।
ধর্মীয় কর্মকাণ্ড বিচারে আমি ধার্মিক,
কাজের বিচারে আমি কর্মী,
বিদ্যা অর্জন বিচারে আমি বিদ্বান,
নেতৃত্বের গুণ বিচারে আমি নেতা।
এ সবই ঠিক, সবই সত্য ;
তাহার পরে পরম সত্য - আমি মানুষ,
সবার উপরে আমার মনুষ্যত্ব।।