সত্যের স্বরূপে প্রকাশ চাই
- আবদুল মতিন


এতদিন যারে ভেবেছিনু ধ্রুব সত্যরূপে
রেখেছিনু পরম যতনে হৃদয় কুঠরে
পরশে হয়েছিনু রোমাঞ্চিত বারবার
ইদানিং কেন যেন মনে হয় চিনি না তারে।

হে মরীচিকার অপছায়া, দূর হও তুমি
জেগে উঠো সম্মুখে আমার হিমালয়ের ধ্রুবতায়।
সংশয়, সন্দিগ্ধের অবগুণ্ঠন ছিঁড়ে
বেরিয়ে এসো তুমি পরম সত্য হয়ে।

অন্তরে ধারণ করিব নির্ভেজাল সত্য
কুহেলিকার ঠাঁই নেই সেথা
সংশয়ে ঢাকিব না তোমায়
এ মোর দৃঢ় অঙ্গীকার।

নাহি ছলনা, নাহি কানামাছি খেলা
ঝেড়ে ফেল তমসার চাদর
বেরিয়ে এসো দিবালোকের মতো
স্বরূপে জেগে উঠো নির্ভীক আত্ন প্রত্যয়ে।

স্বরূপ ধারণ করো তুমি - দেখি তোমায়
তুমি কি সেই, ভেবেছিলেম যে প্রতিমায়?
স্বরূপে যদি তুমি হও কুৎসিত, কদাকার
তাহলেও তো একটি দিক উন্মোচন হলো,
একটি সত্যের প্রকাশ তো হলো
সেই পরম সত্যের প্রকাশটুকুই চাই তোমার থেকে।