নতুনের হলো আগমন
দিতে হবে ঠাঁই তারে;
পুরাতনকে দাও ঠেলে পিছনে
যেমন করে ঝরাপাতা ঝরে যায়
করিবারে ঠাঁই সবুজ কচির লাগি।

পুরাতনের জীর্ণ মুকুটখানি
ভেঙ্গে নাও সেকরার দোকানে,
- গড়ে দাও নতুন করে নবীনের লাগি;
তাকেই এখন এটা মানাবে ভালো
বেমানান যাহা তোমার ভালে।
আক্ষেপের কিছু নাই
পৃথিবী তারে আনিয়াছে হেথা
বিদায় ঘণ্টা বাজিয়ে তোমার।

ফুরিয়েছে কাজ তোমার
যাহা কিছু করিয়াছ ভবে,
নতুনেরে দাও রশদ
যাহা কিছু আছে তোমার বাকি,
উপযোগী করে দাও তাকে
চ্যালেঞ্জ নিবার লাগি।

যাহা কিছু পার নাই তুমি
করিতে দাও তারে,
সবকিছু করতে হবে তাকে
তোমার তিরোধানে;
তাই আগলে রেখোনা তারে কিছুতে।