ক্ষুধার স্বরূপ
- আবদুল মতিন

চায়ের পেয়ালায় ক্ষুধার স্বরূপ খোঁজে যে জন
হয় সে অতিশয় বোকা, নয়তো ধূর্ত সে জন।
ফাইভস্টার হোটেলে লম্বা চুরুটে
সুখটানে মগ্ন হয়ে ক্ষুধার উৎস খোঁজা হলে পরে
ক্ষুধার্তের প্রতি তা তামাশাজনিত অপরাধের পর্যায়ে পড়ে।

কেউ কেউ ক্ষুধার স্বরূপ বুঝতে
কদাচিত সকাল সন্ধ্যা অনাহার করে,
ক্ষুধার স্বরূপ বুঝতে এমন চেষ্টা সিকিভাগ যথার্থ হতে পারে
কিন্তু ক্ষুধার্তের কি বা আসে যায় তার তরে!

শহরের রাস্তার ধারে, ডাস্টবিনে ফেলে দেয়া উচ্ছিষ্ট খাবার
পথশিশু যখন গোগ্রাসে খায়,
ক্ষুধার স্বরূপ সেথা বুঝা যায়;
দেখতে যদি চাও সে এপিস্যুড নিজের চোখে
দেখে এসো,বুঝে এসো
কতোটা অপরাধী তুমি তার কাছে।