কেন বৃথা চেষ্টা, ঠেকাতে তাসের ঘর
- আবদুল মতিন


হেরি দীর্ঘ পথ, করি কসরত
সাফল্যের ডালা পূর্ণ করি,
এমন সময় যবে সামনে তাকাই
- দেখি, একি হায়!
জীবন রেখা ফুরায়ে যে যায়।

ফলে ফুলে ভরা ডালাখানি ওজনে ভারি বেজায়
বহনে অক্ষম আমি, ভোগে ততোধিক
- সফলতার ফল দেখি বিফলে যায়,
হাপিত্যেশ্যে মন মরে যায় হীনমন্যতায়।

এভাবেই দিনশেষে যদি ফুরায় সকল আয়োজন
অমোঘ নিয়তির উলম্ফ আস্ফালনেই যদি নত হয় সব
তবে কেন এ মিছে কলরব,
কেন বৃথা চেষ্টা,ঠেকাতে তাসের ঘর।