জীবনের ব্রত
      - আবদুল মতিন


'জীবন পুষ্পশয্যা নহে', বলেছিল গুরুজনে,
শিখেছি আবার তা জীবনের পাঠ থেকে;
তার পরেও পুষ্প খুঁজি জীবনের ভাঁজে ভাঁজে।
পুষ্পের খোঁজে ক্লান্ত হয়ে শ্রান্ত করি দেহমন,
তাকিয়ে দেখি বেলা শেষে - হায়! শয্যায় আসীন জীবনরথ।

সুখের লাগি বাঁধি ঘর বারেবার - অনলে যায় পুড়ে,
সুখের ঠিকানা পাইনা খোঁজে, দেখিনা তারে ;
ফিরে ফিরে খোঁজে যখন পাইলাম শেষে,
- দেখি, হায়!  সুখ, সে তো বেঁধেছে বাসর দুঃখের আকরে।

পুষ্পে শোভিত শয্যা, নহে জীবনের প্রতিভূ ;
একচ্ছত্র সুখের জীবন, অলীক কল্পনাসম;
সুখেদুঃখে কণ্টকিত জীবন, কঠিন বাস্তব।

পুষ্প ফুটে না তার নিজের তরে,
সুখের মাঝে নিজেরে খোঁজে না সুখ নিজে,
জীবনের পিছু কেন খুঁজবো তবে জীবনের মানে!

হোক তবে জীবনের ব্রত -

করে যাবো  করণীয় জীবনব্যাপী,
রচিত হবে জীবনের গাঁথা ফুলশয্যার পরে;
কথা কবে সে আমার হয়ে
যখন আমি রইবো না ভবে।