বেঁচে থাকি উড়িয়ে কল্পনার ফানুস
- আবদুল মতিন


রাত আসে, দিন যায়
স্বপ্ন বুনি, কল্পনার ফানুস উড়াই
তব পাই না দেখা তার
- স্বপ্নে খুঁজি যারে।

মেঘের বাতায়নে ভাসিয়ে মনের ভেলা
অশান্ত মেঘপুঞ্জে খুঁজি শান্তির আভাস
তব পাই না কোনো খবর
- শেষে কেবল দেখি তার কুন্ডলিত ব্যাথার আকর।

বছর আসে, যায় চলে
নতুন করে স্বপ্ন খুঁজি,স্বপ্ন ভঙ্গের সমাধি পরে
পাই না তব সন্ধান তার
- স্বপ্নের সমাধিই কেবল সার।

বাতাসে পাতি কান,স্বপ্ন খোঁজার ছলে
হু হু রবে বয়ে চলা বাতাস
কেবল দুঃস্বপ্নের গীতি শোনায়;
আমি ফিরে আসি, নতুন দিনের স্বপ্ন খুঁজি আবার।

এভাবে দিন যায়, যায় মাস
মাস পেরিয়ে বছর - বছরের পর বছর ;
আমি স্বপ্ন খুঁজি, স্বপ্ন বুনি
বেঁচে থাকি স্বপ্ন ঘিরে উড়িয়ে কল্পনার ফানুস।