গভীর রাত,চারিদিক নিশ্চুপ।
কুয়াশা যেন সাদা চাদরে...
ঢেকে রেখেছে পূর্ণিমার রাত।
শীতের রাত্রিতে,
হাস্নাহেনার সুরুভী...
খুবভালো লাগে।
ভালো লাগে চুপি চুপি,
জানালার পাশে দাঁড়িয়ে...
তোমাকে দেখা।
পশ্চিম দরজাটি দিয়ে,
সেই কবে এসেছিলে?
একবার বলেছিলে তুমি,
দরজাটি চিরদিন যেন খোলা থাকে।
আমি বলেছিলাম,
যাকে মনের দরজায় রেখেছি...
সে'ত চিরদিন ই উন্মুক্ত।
অথচ,দরজাটি এখন লৌহকপাট
অন্যের আয়ত্বে, যে দরজায় ছিলনা খিল,
কোন রকম লাগিয়ে রাখতাম,
জানি তুমি আসবে।
সময়ের পরিক্রমায় দরজাটি,
পরিবর্তন হয়েছে ।
কিন্তু তুমি? কত স্মৃতি তোলপাড় করে,
আমার ব্যথিত হৃদয়ে।
তোমার দেয়া নেয়ার মাঝে,
কোন ভুল নেই।
অথচ ভুলে গেছো,
কথা দিয়ে কথা রাখতে।
আজ তুমি অন্যের দরজায়,
অনায়াসে আসা-যাওয়া কর।
আমার দরজায় ভালোবাসা...
খুব অসহায়,অসহায় মন।
সবকিছুর পরিবর্তন রঙ্গিন হয়েছে,
আর আমি?
শুধুই খিল হীন দরজার মতো,
আজো উন্মুক্ত হয়ে আছি।
সেই কুয়াশা রাতে আজো,
হাস্নাহেনার সুরুভী মাখি।
তোমার পানে চেয়ে থাকি...
মনের উন্মুক্ত দরজায়।
জানি,এই চেয়ে থাকা,
নিস্ফল নিদারুণ।
ভালোবাসা ই যদি,
পৃথিবীর সবকিছু হয়।
একটি শব্দ ও যদি...
ভালোবাসা ছাড়া না হয়,
তবে মনের কথা,ভাই বল,
বন্ধু বল,আর প্রতিবেশিই বল,
সৃষ্টি কর্তার মাঝেও...
তো সেই ভালোবাসা।
কিন্তু মনে মনে,
এই আত্মহনন কেইবা দেখবে?
কেউনা।
হ্যাঁ, দেখবে আমার সৃষ্টি কর্তা
যে আমার জীবনের সত্ত্বা
এই নশ্বর পৃথিবীর সৃষ্টিকর্তা।
"''''''''''''''''"""'"''''''''''''''''''''''''''''''''''''''''''''""""""''''''''''''
১০/০৫/২০১৪ ইং
ইউ,এ,ই (দুবাই)