তোমাকে দেখার আশায়
প্রজাপতি ফুল ভ্রমর করে গুঞ্জন
নদী বয়ে চলে দূর অজানার দেশে
পাখি গায় গান তরুলতা ঘিরে।

সবুজের সমারোহ
প্রাণে বাজে অবিরত
বিরহ-ব্যাথা ভুলে
শত বাঁধা যায় পেরিয়ে।

তোমাকে দেখার আশায়
এই দু'চোখে  হতাশার ছায়ায়
দুর্গম দ্বীপে শঙ্কা ভুলে
মিলে প্রাণের আলো।
----------------------------
০৪/০৭/২০১৮ইং
ইউ,এ,ই,(দুবাই)