এমন দিনে মন বলে কোকিলের সুরে,
কাকের'ঠ্যাংও আলতা রাঙা পায়;
ময়ুর পঙ্খী বেদনার্ত হয়ে ঘরে লুকায়,
এমন দিনে নদীগর্ভ কুল খুঁজে পায়;
বর্ষায় তারে কে বাঁধিবে লোহার শিকলে দায়,
এমন দিনে দখিণা হাওয়ায় দূরু দূরু মন;
ভ্রমরের গুঞ্জরিত উদাসীন ফুল কানন,
এমন দিনে শিমুল গাছে রক্তকণিকা;
উদাসী হাওয়ায় উড়ছে  প্রেমের পাদটীকা,
তারুণ্য, প্রেম,যৌবন সত্যিকারের ফাগুন;
---------------------------------------------
ইউ,এ,ই (দুবাই)
১৩/০২/২০১৬ ইং