আজকে কবিতার বদলে,
যে কথাগুলো জানাতে চাই;
তা আমার একান্তই নিজস্ব,
অথবা আরো বহু নিজস্বতার;
সাথে মিলে হবে একাকার।
আমার আপাদমস্তকের বিনিময়ে,
আমি তা নির্দ্বিধায় দিতে প্রস্তুত।
এই জন্য আমার মনে একটুও
বিভ্রান্তির অথবা অস্বস্তির,
কোনো কারণ নেই,একদমই নেই;
এই আমার সুদৃঢ় বিশ্বাস।
এইগুলি শুধু কবিতার পঙক্তি নয়
আমার প্রার্থনার জীবন প্রয়াস।
কিন্তু আমার এই আরাধনা,
কেউই জানে না,শুধু জানেন তিনি;
যিনি সৃষ্টি করিয়াছেন,
সমগ্র মহাবিশ্বের যা কিছু স্থির, অ-স্থির,
ইহলৌকিক-পারলৌকিক সবকিছুই।
তাহার করুণার স্বাক্ষর বহন করে চলে,
তিনি এক অদ্বিতীয়।
তিনি মহান রাজাধিরাজ,যা কিছু অদৃশ্যের;
কিংবা সৌরজগতের ভিতরে বাহিরে।
এমন কি একবিন্দু ধূলিকণাও,
তাহার হুকুমের অধীনে!
আমার সমস্ত চাওয়াই মহান রবের কাছে,
আমার সমস্ত ইচ্ছে না বলা দুঃখ যাতনা ;
আমার সবকিছুই তাহার কাছে সমর্পণ করি।
আমার এই জন্য খুবই গর্ববোধ হয়,
বিনয়ী মস্তক অবনত করি তাহার প্রশংসায়।
ভালো-মন্দের মিশেলে খাঁটি সোনা চেনা দায়,
অথচ,আমি আমার রবকে চিনি,
প্রতিটি শ্বাস-প্রশ্বাসে।
বিশ্বাস করি আমার এই,
শ্বাস-প্রশ্বাস ছাড়া,আমি যেমন মৃত,
ঠিক তেমন করেই।
তাই,সকল প্রশংসাই একমাত্র আমার মহান রবের।
---------------------------------------------
২৪/০৪/২০২৩ ইং
ইউ,এ,ই ( শারজাহ)