ক্ষুদ্র এই জীবনের কতই না,
ভুল-ভ্রান্তি আমাদের।
নিজের ভুল নিজে পরখ করিনা,
অন্তর চক্ষু দিয়ে দেখিনা।
অন্যের সমালোচনায়,
নিজেকে প্রতিনিয়ত ব্যস্ত রাখি।
মানুষ হয়ে জন্মায়ে,
শ্রেষ্ঠত্ব জীবের খ্যাতি পেয়েছি।
মায়ের জঠর হতে পৃথিবীতে এসে,
এই শ্রেষ্ঠত্ব বিকলাঙ্গ হয়েছে।
আমরা মানুষ,
অন্ধ চোখে আলো খুঁজি!
অন্তর চক্ষুতে নিকোষ কালো ধোঁয়া,
আলোর সন্ধান মিলবে কী করে?
---------------------------------------------
ইউ,এ,ই(দুবাই)
রচনাকালঃ ১৮/০৫/২০১৫ ইং