মনের ইচ্ছে'জাগা স্বপ্ন যখন বাস্তবায়ন,
আমার হৃদয়'আগল খুলে দিয়েছিলাম;
অনেকেই সেইদিন এসেছিলো হাত বাড়িয়ে,
কেউ এসেছিলো শূন্য হাতে পূর্ণ হতে;
কেউ এসেছিলো প্রাণোদিত সুভাষ হতে,
সবার সপ্ন সত্যি ছিলো স্বার্থসাধন;
আমার স্বপ্নগুলি ক্ষুধার জ্বালায় নয়ন'জল,
বিবস্ত্র বিধবা ভিন্ন হাটে পেটেচড়া শকুন্তল;
তাদের নীতিকথায় নিয়ম নেই নেই বল,
রঙিন সমাজ দেবে উপহার রক্তচুষে অনর্গল;
এখন আর স্বপ্ন দেখিনা, দেখি তাদের ছল,
মানুষ নামের অমানুষগুলির থাকে প্রলোভন;
__________________________
ইউ,এ,ই (দুবাই)
রচনাকালঃ ৩১/০৫/২০১৬ ইং