প্রতিটি জীবন শিশির বিন্দুর মতো
যতক্ষণ থাকে হীরার মত ঝলমল করে
একটা সময় আবার মিশে যায়
বাতাসের উন্মুক্ত বুকে।
আমি জানি,তুমিও একটা শিশির বিন্দু
কিন্তু আমি চাইনা তুমি বাতাসে মিশে যাও
আমি চাই তুমি কোনো ভালোবাসার
সাগরের কূলে ফুটে থাকা তরতাজা কোনো
ফুলের উপর ঝরে পড়ো,যেখানে ফুলের
সুবাসে সুভাষিত হয় ফুলের পরাগ মেখে।
আমি কিছুতেই চাইনা,
তুমি মিশে যাও বাতাসে।
তুমি বয়ে চলো সাগরের বুকে;
কি হলো? ভাবছো কেনো?
দেখো আমি তোমার সাথেই থাকবো,
তোমার অজান্তেই ধরবো তোমার হাত।
---------------------------------------------
২৬/১০/২০১৫ ইং।
ইউ,এ,ই (দুবাই)