আমার অনুনয় বিনয় নম্রতা
সবকিছুই মূল্যহীন করে দিয়ে
তোমাদের তামাশা দেখে
নিজেকে বড় নিঃস্ব
বেমানান লেগেছিল সেইদিন।
তোমাদের নিয়ে যায় অন্ধকার গলিতে
তোমাদের ভাবনার
ক্রমশ অবনতি ঘটলে
আমার নিরর্থক বোকামি সেদিন
দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলো,
এতটাই অপ্রত্যাশিত অনুকূল।
যখন আমি জানি,
তোমাদের হীনমন্যতায়
অমানুষিকতায় অবহেলিত
জনগোষ্ঠীর মূল শুধুই আমি একা!
আমার কোনোকিছুই
সেদিন তোমাদের কর্ণকুহরে
সাময়িক সময়ের জন্যেও
প্রবেশ করেনি।
আমি অবিচল গতিতে
আমার সত্ত্বাকে মুক্ত বিহঙ্গের মতো
সচল রেখে ধীর গতিতে
সম্মুখে,বহির্মুখে চলতে লাগলাম।
---------------------------------------------
১৯/০৫/২০২৩ ইং
ইউ,এ,ই (শারজাহ)