(১)
অন্যের দোষ-ত্রুটি না খুঁজে,
নিজেকে শৃঙ্খল করে নিলে
তবেই সুস্থ সমাজ গড়ে উঠবে।
(২)
চোখের দেখায় যা দেখা যায়,
সেতো বিস্তীর্ণ সমূহ।
হৃদয় দিয়ে দেখে নিও স্বর্গীয় প্রবাহ।
(৩)
নির্বোধরা রোমাঞ্চিত হয়,
আর বুদ্ধিমানেরা অনুতপ্ত হয়।
-----------------------------------------
ইউ,এ,ই (দুবাই)
১০/০১/২০১৯ ইং