যদি তুমি ছুটে আসো কখনো,
এক নজর দেখতে আমায়।
সেদিন দেখবে তুমি,
আমি যে কতটা অসহায়।
আমি সবল দেহের ভিতরস্থ,
ভাঙ্গনের এক যন্ত্রালয়।
আমি পারিনি এক মুহুর্তেও ভুলে যাই,
পৌনঃপুনিক ভাবনায় দেখি তোমায়।
তুমি পবিত্র তুমি শান্তিকামী,
তোমার তুলনা শুধুই তুমি।
তোমার সেই দিনগুলির,
মুল্য ছিলো অপরিসীম।
হৃদয় দেয়া নেয়ার ভিতর,
স্বপ্ন ছিলো অমলিন।
অথচ পারিনি আমি,
আমার সমস্ত কিছুর বিনিময়েও
যদি তোমায় পেতাম।
আজ তুমি এই ভুবনে এসে,
আমায় এতটা অসহায় দেখতেনা!
আমি সবল চিত্তে,
আমার রক্তিম হৃদপিন্ডে
প্রতিমুহূর্ত ই উচ্ছলতায় হারাতাম।
আমি ক্ষমার যোগ্যতা হারিয়েছি,
তবুও ক্ষমা করো আমায়।
আমি ক্ষমা চাই,আমি ক্ষমা চাই,আমি ক্ষমা চাই;
এই দুই চোখের ভিতরবাড়ি,খোলা জানালায়,
সকাল দুপুর সন্ধ্যা রেখে গেলাম
আর রাত্রির কালো অন্ধকার;
__________________________
ইউ,এ,ই(দুবাই)
১১/০১/২০১৬ ইং