জানি  তুমি  খুব  মিস  করো  আমায়
সন্ধ্যা  তারায়  নিঝুম  রাতের  ভাবনায়
জোনাকি  জ্বলা  ঝিঁঝি  পোকার  শব্দে
বাদুড়ের  উড়ে  যাওয়া   শান্ত  ডানায়।

জানি  তুমি  খুব  মিস  করো  আমায়
অলস  দুপুরে  ক্লান্ত  শরীরে  খোলা  জানালায়
ফাল্গুনী  ভোরের  একরাশ  মিষ্টি  হাওয়ায়
বৈশাখী  মেলায়  শালবনের  সবুজের  মায়ায়।

জানি  তুমি  খুব  মিস  করো  আমায়
শীতের  আদুরে  মিহি  কম্বলের  পাশে
গভীর  রাতের  হাস্নাহেনার  সুরভীতে
ভোরের  শিশিরে  স্নিগ্ধ  কোমলতায় ।

জানি  তুমি  খুব  মিস  করো  আমায়
ডায়েরীর  ভিতরে  গুঁজে  রাখা  গোলাপ  পাপড়িতে
সুগন্ধি  সুরভিত  ভেজা  ঠোঁটে
যেখানে  গোলাপ  ফুটে  অস্ফুটে।

জানি  তুমি  খুব  মিস  করো  আমায়
বিনিদ্র  চোখে  তৃষিত  হিয়ায়
উত্তপ্ত  বুকের  উদাত্ত্ব  আহ্বানে
নিশিথ শয়নে স্বপনে  সঙ্গোপনে।

জানি  তুমি  খুব  মিস  করো  আমায়
সকলের  ভিড়ে  হৃদয়  নীড়ে
সর্বত্রে  সবকটি  মুহুর্তে
স্ব-নজরে, স্ব-শরীরে, সর্বজ্বালায়।
_______________
রচনাকালঃ১৯/০২/২০১৫ ইং
আরব আমিরাত,  দুবাই।
প্রথম প্রকাশ ফেইসবুক
১৯/০২/২০১৫ ইং।