একটা অসুখ বেঁধেছিলো আমার মনে
মন থেকে শরীরে অতি যতনে।
কত ডাক্তার কত বৈদ্য-ওঝাইর সনে,
কত প্রাণের আকুতিতে স্বস্তি পাইনি।
কত বিকেলের নিষ্প্রভ নীলিমায় চেয়েছি,
কতটা দুরে গেলে ছোঁয়া যায়, পাওয়া যায়।
কত অন্ধকারের সীমানায় প্রতিক্ষায় থেকে,
সময় গুনে গুনে পার করেছি ব্যাকুলতায়।
আর কত লুকাবো লুটিয়ে থাকবো,
হৃদয়ে যকৃত বিষাদ অনলে।
বর্ষায় কদমের পরিতৃপ্তি প্রকৃতির লীলা,
আমি কেঁদেছি, হেসেছি এই খেলায়।
একটা অসুখ বেঁধেছিল আমার মনে,
মন থেকে শরীরে অতি যতনে।
---------------------------------------------
প্রথম প্রকাশঃ ১৯/০২/২০১৫ ইং
ইউ এ ই (দুবাই)
_________________________