সবুজ ধানের ঢেউ খেলানো
বাতাসে ভর দিয়ে
ঐ আকাশে উড়ে যাব
এক মুঠো সুখ নিয়ে।
কালো মেঘে যেতে গিয়েই
সাদা মেঘে ঝাঁপ
কখনো বা পড়বো হয়ে
বৃষ্টি টুপটাপ।
পড়বো কোনো নদীর বুকে
চলবো আমি বয়ে
সময় গুলো কাটবে আমার
মনের কথা কয়ে।
নদীও আমায় আপন ভেবে
সাথে করে নিলো
আমার মতো নদীর নাকি
স্বপ্ন অনেক ছিলো।
স্বপ্ন তার সত্যি আর
হবেনা সে জানে
তাইতো সে যে দিক পারে
পাড় গুলো সব ভাঙ্গে।
আবার আমি বাষ্প হয়ে
মেঘের সাথে ভাসি
বৃষ্টি হয়ে আমি
এই মাটির বুকে আসি।
অণুর মতো মিশে আমি
সব কিছুর মাঝে
ইচ্ছে হলে খুঁজে নিও
সকাল কিংবা সাজে।
কখনো ফুলের উপর
শিশির ভাবো আমায়
কখনো বা অন্ধকারে
জোনাকিদের বাহার।
----------------------------------
ইউ,এ,ই (দুবাই)
১৫/০২/২০১৫ ইং