সুদূরে পাড়ি দিতে লাগে যৌবনের স্পৃহা
স্পৃহা নিয়ে আসে লোভ আর জীবনের আশা
আশার সন্ধানের খোঁজে পাশে থাকে যৌব্ন।
কখনও পূর্ণ করে, কখনও রাখে অসম্পূর্ণ।
কিন্তু বয়সের স্রোত থাকে না থমকে
চলে নিজের গতিতে।
আনে সুখ-আনন্দ, দেয় কষ্ট
মানে না আদেশ।
জীবনের শেষে থাকে না কিছুই।