শুকনো ঝরাপাতার বাহার, নানা রঙের, উজ্জ্বল রোদে করে ঝক-মকানি।
করে উন্মুক্ত প্রকৃতির শোভা, মুছে দেয় গ্লানি আর মলিনতা।
প্রণয়পীড়িত, প্রণয়রত বন্ধনে আবদ্ধ, তরুণ-তরুণী হাঁটে ধীরে ধীরে
নগ্ন পদের ছোঁয়া, তোলে মন মাতানো খসখসানি আওয়াজ, আনে প্রসন্নতা।
যৌবনের অস্থিরতা করে অনুভব, অজান্তে দেয় আশ্বাস
মুহুর্তে জন্ম নেয় উন্মত্ত প্রেমিক-প্রেমিকা।
শরতের আকাশ, পুঞ্জ পুঞ্জ সাদা মেঘে ভরা, ছোঁয় দিগন্ত।
মনের গগনে আনে তোলপাড়, আনে অভিনব অভিজ্ঞতা।
জীবনের, প্রেমের, ভালবাসার অলখ সম্পূর্নতা।
এ অনুভূতি শুধু যে সেই সময়ের, ক্ষণিকের, পরক্ষণেই যায় হারিয়ে।
হবে না পুনর্ভাব।
থাকবে স্মৃতিপটের নিগূঢ়তম প্রদেশে।