নীল আকাশ, মৃদু বাতাসের স্পর্শ
আর স্পর্শ পাই স্তনের, তার আলিঙ্গনে।
পাখির কলরব জোগায় ইন্ধন
প্রেরনা, উত্তেজনা----ভালবাসার প্রতীক।
দীর্ঘ চুম্বন আনে উন্মত্ততা
পাই সেই নরম ভালবাসার স্পর্শ।
দেহ দেয় কাঁপুনি, আনে তীব্র অনুভূতি
উষ্ম নিশ্বাস ছড়ায় দেহের অঙ্গে প্রত্যঙ্গে।
পাখিদের কলরবে উত্তেজনার ভাঙচুর
হঠাৎ ছিটকে যায় দু'জন, দেয় ছেড়ে
আর ভাবে আসবে কি ফিরে এই মুহুর্ত আবার?