ভ্রান্তি - ভাবে বেঁচে আছি আজ
প্রশ্ন - থাকবো কি কাল?
ভাবনা - শুধু চাই জীবনে সুখ স্বাচ্ছন্দ
পন্থা - সুখের বিনিময়ে দুর্বলদের নির্যাতন
অগ্রাহ্য - ওরা শক্তিহীন দুর্বলের দল, অপারগ
নিশ্চিত - করবে না প্রতিবাদ, শুধু হা হুতাশ
বিশ্বাস - দেবে ভাগ্যের দোষ, ভাববে কর্মফল
বাঁওড় - চিন্তার স্রোত হয় কর্মদোষে আবদ্ধ
পাপ - নির্যাতন ভোগ পূর্ব্বজন্মের ফল
আশা - লাঘবের আলো পরজন্মের সুখ
চক্র - হবে নির্যাতক হবে নিষ্ঠুর
কর্তব্য - না পাবে দুঃখ ভাববে এটাই ভবিতব্য
জন্ম জন্মান্তরের প্রতীত।