চিন্তন

উত্তম চক্রবর্ত্তী

অশুভ দিন থাকে অশান্তিতে ভরা
শুভদিন জ্বেলে দেয় মনের রঙিন খেলা;
অশুভ সন্ধ্যা আনে হতাশা আর অপেক্ষা
শুভ সন্ধ্যা আনে স্নিগ্ধতা আর পরিপূর্ণতা;
অশুভ রাত আনে ভয় আর হৃদয়ে বেদনা
শুভ রাত ভরে দেয় হৃদয়ে প্রেম ভালবাসা;
অশুভ সকাল দেয় চিন্তা আর অনিশ্চয়তা
শুভ সকাল আনে তৃপ্তি আর ভোরের আকুলতা।