তুমি নেই বলে ঘুম ভাঙেনি।
হয় নি যাওয়া ফুল কুড়াতে, শিউলি গাছের তলে।
হয় নি গাথা খোপার মালা আজকে মনের ভুলে।

তুমি নেই বলে স্বপ্নগুলো
চোখের তারার শুভ্র রেখায় ঘুমিয়ে অলস কাটে।
কদিন পরেই আসবে তবু মানুষ মুখে হাজার কথা রটে।

তুমি নেই বলে ভোরের কোকিল
ভরাট গলায় ডাকেনি আমায়, একটু খানিক এসে।
বলে নি আমায় ভোর হয়েছে, উঠছো না আজ কীসে।

তুমি নেই বলে গোধূলী বেলায়
রাখাল বালক যায় নি এপথ ধরি, আজ ধীর ধীর পায়ে।
ডাকেনি কোকিল কুহু কুহু আজ সুরেলা কন্ঠ দিয়ে।

তুমি নেই বলে মেঘের কোলে
রোদ হাসে নি আজ অবধি, বৃষ্টি মুখর দিনে।
ভিজে ভিজে দিন করি পার ভিজে, একা একা তুমি বিনে।

তুমি নেই বলে ফুলকুড়িরা
দ্বিধার ঘোরে ফুটবে কি না। ভাবছে দেখ গা এলিয়ে।
বলছে কেহ ফুটেই দেখি। আসতে পারে ফের পালিয়ে।

তুমি নেই বলে সাগর তটে
জল তরঙ্গ নেচে নেচে আর পা ভিজিয়ে দেয় না কদিন ধরে।
রক্ত জবার গাছটি যেন যায় দিন দিন মরে।

আজ তুমি নেই বলে।
ওগো, আজ তুমি নেই বলে।