জোসনা রাতের চাদের আলো,
চুপটি করে বলছে কানে।
দেখছো বুঝি তারার মেলা,
সুর মেলাতে পারবে গানে?

আজকে ওরা অনেক খুশি।
তোমায় পেয়ে ওদের সাথে।
হরেক রকম গল্পগাথা,
শুনতে তোমায় ডাকছে যেতে।

হয় না মনে, ছাড়বে তোমায়।
আদর করে রাখবে ধরে।
বলতে পারে ‘আর যেয়ো না’
রাখবো তোমায় আপন করে।

জোসনা রাতে একলা বসে,
আর থেকো না পুকুর পাড়ে।
আমার সাথে যাই চলো যাই।
তারার দেশে হাওয়ায় চড়ে।