ষোল বছরের বন্দি পাখির ছানা,
খাচা ছেড়ে আজ, মেলেছে আবার,
মুক্ত হাওয়ায় ডানা।

কত দিন হল, মনের কথা যায় নি বলা।
হয় নি দেখা চির চেনা মুখ। সবার সাথে
সরল পথে হয় নি চলা।

আজ জীবনের গন্ধ বিলাবে প্রাণ খুলে।
আজ ভয় নাই। ওগো, ভয় নাই আর।
আবার চলিবে হেসে খেলে।

হতাশ নয়নে চেয়ে চেয়ে গেছে ষোল বছর।
এর মাঝে শত সুখ দুখ আর ভালো মন্দ,
রয়ে গেছে কত অনগোচর।

পেটে কিছু নাই, তবু মন চায় উড়ে উড়ে,
সারা পৃথিবীর বন্দিশালায়
পাখি যত আছে দিক ছেড়ে।

পঙ্কিল পথ মসৃন হোক ধরা ধামে।
দুনিয়া জুড়ে মুক্ত বাতাশ অঝোর ধারায়
আসতে থাকুক ফের নেমে।