সৈরাচারের পদচিহ্ণ যায় নি এখনো মুছে।
মনে হয় যেন ভয় কাটেনি, ঘুরছে আবার পিছে।
একটু সুযোগ পেলে,
পাখনা আবার মেলে,
ছোবল দিবে গোশত খেতে, আসবে আবার কাছে।
সৈরাচারের পদচিহ্ণ যায় নি এখনো মুছে।
মনে হয় যেন ভয় কাটেনি, ঘুরছে আবার পিছে।
দেহে দেখি শুধু ক্ষতচিহ্ণ, বেশুমার অগনন।
ভগ্ন হৃদয়, তবু যে দাড়ায়, করেছি মরণ পণ।
মরবোই যবে, মরবোই তবে,
বাতিলের কাছে, কেন ভীত ভবে?
সবকিছু আজ কোরবান হোক, যেটুক আমার আছে।
সৈরাচারের পদচিহ্ণ, যায় নি এখনো মুছে।
মনে হয় যেন, ভয় কাটেনি, ঘুরছে আবার পিছে।
এলোমেলো যত দলছুটগুলো, এসো হে, এক নীড়ে।
অটুট বাধনে বেধে দাও হাত, দিয়ে দাও বিষ গিরে।
মতলববাজ যেন নাহি পায়,
খেয়ালের ভুলে একতিল ঠাই।
চোখের সামনে যত অর্জন,করে দিবে সব মিছে।
সৈরাচারের পদচিহ্ণ , যায় নি এখনো মুছে।
মনে হয় যেন, ভয় কাটেনি, ঘুরছে আবার পিছে।
ওরা হতবিহ্বল, কীভাবে ক্যামনে, হল এ রদবদল।
আমাদের ঘাড়ে, ক্যামনে সকলে, মারলো শেষ ছোবল।
সূর্যের নিচে, স্বপ্নের ঘোরে,
বিভোর চিত্তে আজও পার করে।
ক্ষমতা নামের সোনার হরিণ, যেন ফিরে পায় কাছে।
সৈরাচারের পদচিহ্ণ, যায় নি এখনো মুছে।
মনে হয় যেন, ভয় কাটেনি, ঘুরছে আবার পিছে।