মুসলিম বল, হিন্দু বৌদ্ধ
হোক না সে খৃীষ্টান।
সকলে আমরা সকলের তরে
এক মা’র সন্তান।
বিভদ -প্রভেদ থাকতেই পারে
লক্ষ, হাজার, শত।
শত্রুর তরে একদেহ মোরা
মানি না মাতৃক্ষত।
বন্ধুর যত গিরিপথ ছিলো
মাড়িয়াছি একসাথে।
একদেহ যেন, যেন একপ্রাণ
শত ঘাত প্রতিঘাতে।
শত্রুকে মোরা শত্রুই জানি
দেখি না কোন সে জাত
মাতৃস্বার্থ বলিদান দিয়ে
গাই না কাহারো নাত।