স্বাধীনতার সৌরভ মাখবো বলে
ঠাই দাড়িয়ে আছি।
কখন ফুটবে ফুল।
কখন ছড়াবে ঘ্রাণ।
যেন জোনাকিরা যায় বলে।
এতো তাড়াতাড়ি?
ধোর্য্য ধরে থাক।
আর কিছু কাল বাকী।
স্নীগ্ধ বায়ূর পরশ বলে
কে ভাই তুমি?
আমার আগে আগে।
ঘুমকে দিয়ে ফাকি।
আধারগুলো চোখ রাঙিয়ে বলে।
ফুটবে না ফুল।
যাও ঘরে যাও।
করবে কী তা মাখি?
চাদ সেতারা অভয় দিয়ে বলে।
কাদছো কেন?
দাড়িয়ে থাক।
সাহস বুকে রাখি।
প্রভাত আভা রং মাখিয়ে বলে।
ফুলকুড়িরা
তোমায় দেখে
করছে চোখাচোখি।
ভাবছে ওরা সদলবলে
হঠাৎ করে
ফুটলে তবে
ভরবে তোমার আখি।