পতাকার রং পাল্টে গেছে
পুরোটাই লালে লাল।
একাত্তরের স্বাধীন তরির
ছিড়িয়াছে ফের পাল।
হাল ধরেছে রক্ত খেকো,
বৈঠা তাহার হাতে।
সাহস নিয়ে কাড়তে হবে,
আধার কালো রাতে।
রক্ত নদে উতাল পাতাল
ঢেউয়ের মাতামাতি।
বলছে ডেকে আজ দেখিব,
তোমরা কেমন জাতি।
একাত্তরের যুদ্ধ সে তো
গোলাম মনিব খেলা।
স্বাধীন নামে বন্দি খাচায়
কাটছে সারা বেলা।
কখন কবে কেমন করে
মুক্ত মোরা হব।
স্বাধীন দেশে স্বাধীন বেশে
বিজয়ের গান গাব।