রোদ ঝলমল ভর দুপুরে,
গরু বেধে গোয়ালে,
কাস্তে, বস্তা নিয়ে যাস চলে।
খোকা, যাস না এখন ঘরে আয় ফিরে।

লাগে যদি হায়, ঠান্ডা - গরম!
তবে যে আমার বিপদ চরম।
বাপ বেচে নাই।
আমি কোথা যাই।
মনে যে আমার ভয়।
খোকা, তোর যদি কিছু হয়।

আজ, একি হাল গরুর পেটে!
নেই দানাপানি নেই কোন চিটে।
সকাল হইতে এখন অবধি, হল তবে শেষ কিসে?
তৃণময় মাঠ গিয়াছে বুঝি বন্যায় তবে ভেসে।

নেই খড়কুটা,
বাড়ি একফোটা।
এখন কি করি হায়!

তাই বুঝি খোকা গরু বেধে গোশালায়,
বের হল ভেবে, যদি কিছু পায়।
মুখে কথা নেই, বড় নিরুপায়।
ভেসে গেছে সব তৃণময় মাঠ, এবারের বন্যায়।