নিষ্পাপ শিশুর অপলক চোখের
করুণ চাহনী। হতভাগী মায়ের
দু হাত তুলে সুদীর্ঘ রোনাজারী।
স্বামীহারা বধুর পথ বাড়ী পায়চারী।
আব্বু আমার কখন আসবে ফিরে?
কখন নিব আদর ঝাপটে ধরে?
হে খোদা ! মোর মানিক রতন
যেখানেই থাকে কর হে যতন।
দেখা নেই আজ কতদিন হল!
জনে জনে ফিরে কতলোক এলো।
দিন যেন যায় বারোমাস সম।
বছর গুনিবো আর কত তম?
স্বপ্নরা বুঝি স্বপ্নই থেকে যাবে।
মধুময় স্মৃতিগুলো কুরে কুরে খাবে।