আমার যে আজ তেমন কিছুই নাই।
যাদের আছে তারাই হারায়।
হয়তো খুজেও পায়।

ক্ষুধার জ্বালা তীব্র তবু মুখোশ পরেই রই।
খাওয়ার মতন নেই যে কিছু।
তবুও তাদের ভয়।

আমার হাতের লাঠির জোরে একটু সাহস তার।
তবুও তাহার মুখের মতন
মুখ যে মেলা ভার।

এখন এটা তখন সেটা একের পরে এক
একটু খানিক কমতি হলে
জ্বলবে রাগের ডেগ।

অগ্নিমুখে আস্তে করে তিক্ত বচন দিয়ে
পিছের যত হিসেব নিকেশ
দলবে নিজের পায়ে।

শরীর ভরা রোগ যে তাহার মুখেই শুধু ধার
এমন মানুষ থাকবে যাহার
শান্তি যে নেই তার।

সারা জিবন দু:খ যেন ছাড়লো না মোর পিছু।
সবার কাছে আমার মাথা
করলো শুধুই নিচু।