বিন্দু বিন্দু জলে
হাজারো সাগর ফলে।
তিল তিল করে গড়া
হাজারো সপ্ন চুড়া।
চোখের সামনে ধ্বসে যাবে হায়
বলো কার প্রাণে সয়?
এ মহা প্রলয়
কে করিবে জয়
আনবে কে তরী তিরে
হোক তাহা ধিরে ধিরে।
আমাবশ্যার রাতে
বাদল নেমেছে তাতে।
এলোমেলো সবকিছু
হাটে কে যে পিছুপিছু
দৃশ্যে না এসে
ভয়ানক বেশে
বলে যেন কানে কানে
কোথা যাও কার টানে
চুপচাপ থাক বসে
শান্ত সুবোধ বেশে।
কী করে তাহা মানি
দুপুর গড়িছে জানি।
নাড়ি ছেড়া ধন
মায়ার বাধন
গিয়াছে যুদ্ধদেশে!
ফিরবে যুদ্ধ শেষে।
গায়ে কাপ ধরে আসে
কানে বুঝি এলো ভেসে
কোন মা’র আহাজারী
দাও না বাচারে ছাড়ি
বললাম কত যাসনে খোকা
বলল আমায় আমি কি বোকা?
দাও মা আমায় যেতে
দেশকে স্বাধীন পেতে
তোমার দুয়ায় শামিল রেখ
দেশকে স্বাধীন করবো দেখ।
দাও মা আমায় ছাড়ি
যেতে হবে তাড়াতাড়ি
বন্ধুরা যে রনাঙ্গনে
তাকিয়ে আছে আমার পানে
যুদ্ধে মাগো যেতে ।
পাওনা বুঝে পেতে।
শাহাদাতের অমিয় সুধা
পান করালে মহান খোদা
কষ্ট নিয়ো নাকো
দুয়ায় শামিল রেখ।
রোজ হাশরে আরশ তলে
উঠবো মাগো তোমার কোলে
আদর করে দিয়ো
তখন
আদর করে দিয়ো