জীবনের বাকে বাকে,
নতুন পুরোন বিষ ব্যাথা ঝাকে ঝাকে,
মিশে আছে হয়ে একাকার।
সুখের আবেশ যত,
ভাগাভাগি হয়ে শত,
এতোটুকু নেই যে আমার।
অযত্ন - অবহেলা,
শুধু তার দোর খোলা।
যেতে হলে সেখানেই যাই।
চারিদিকে কত রং,
মাখামাখি কত সং,
সে ছাড়া কে দিবে বলো ঠাই।
যদি কেউ কোন ক্ষণে,
মায়া করে কাছে টানে,
অবহেলা কেদে গড়াগড়ি।
এতো যে আপন করে,
রেখেছিনু বুকে ধরে।
আজ বুঝি হল ছাড়াছাড়ি।