নিশীথ রাতের গন্ধে,
সহসা কে গো অলক্ষ্যে আসিয়া,
হাত রাখো স্কন্ধে?

রোদ পোড়া নি:শ্বাসে,
কেন তুমি আজ পোড়াতে চাও গো
চারদিক আশপাশে।

ভীতে ভরা মোর অঙ্গে,
তোমার পরশ দিয়ো না আমায়।
থাকিয়ো না মোর সঙ্গে।


পারবো না তব চোক্ষে,
চোখ রেখে দুটো কথা শোনাতে।
ভয়ে ভরপুর বক্ষে।

একাকী আমায় থাকতে,
দাও ওগো দাও। যাও তবে যাও।
এসেছি হেথায় জাগতে।

ঐ এলো বুঝি খুজতে।
প্রদীপ জ্বালিয়ে ধীর ধীর পায়ে,
তুমি তা চাওনি বুঝতে।

শুভ্র ললাট চুমতে,
যেতে হবে আর হল না জাগা।
থাকো তুমি, যাই ঘুমতে।