আমি নির্বাক।
সঞ্চিত ব্যাথার,
পুঞ্জিত কথার,
অতি আধিক্যে।

আমি নির্জিব।
আর কত ভারি,
মৃত্যুর সারি,
দাড়াবে আসিয়া লক্ষ্যে।

আমি ক্লান্ত।
আর কত ভায়ের,
নিথর দেহের ,
মিলন ঘটাবো বক্ষে।

আমি হতভম্ব।
ওরা চলে যায়,
আর বলে যায়,
তোমাদেরও নেই রক্ষে।

যদি, আমাদের হাতে,
হাত না মিলাও।
থেকে যাও ধরা বক্ষে।